আন্তর্জাতিক

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কিডনি বিকল

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কিডনির ডায়ালাইসিস চলছে। কিডনি বিকল হয়ে যাওয়ায় তিনি এখন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইএমএস) ভর্তি আছেন।   বুধবার এক টুইট বার্তায় ৬৪ বছর বয়সী সুষমা স্বরাজ বলেন, ‘আমার ডায়ালাইসিস চলছে। আমি কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ সহায় হবেন।’সুষমার অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন এআইএমএস কর্মকর্তারা। দীর্ঘদিনের ডায়াবেটিসের কারণে তার কিডনি আক্রান্ত হয়েছে বলে পিটিআইয়ের খবরে বলা হয়েছে।দীর্ঘ ২০ বছর ধরে সুষমা স্বরাজ ডায়াবেটিসে ভুগছেন। গত ৭ নভেম্বর তিনি এআইএমএস এ ভর্তি হন। সেখানে তিনি কার্ডিও থোরাসিক সেন্টারের প্রধান বলরামের তত্ত্বাবধানে কার্ডিও নিউরো সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। গত এপ্রিলে এই বিজেপি নেতা নিউমোনিয়ার চিকিৎসা নিতে এআইএমএসে ভর্তি হয়েছিলেন।জেডএ/আরআইপি

Advertisement