বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জেলহত্যা দিবস পালন করেছেন বেলজিয়াম আওয়ামী লীগ। এ উপলক্ষে গত রোববার ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট সংলগ্ন দার্জিলিং রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় বক্তারা ১৯৭৫ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যাকারীদের পূর্ণাঙ্গ বিচার দাবি করেন। তারা বর্তমান শেখ হাসিনা সরকারের নানা উন্নয়মূলক কর্মসূচি তুলে ধরে দেশকে আরো এগিয়ে নেয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন পলিনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন রাসেল, এবাদত হোসেন রতন, ফয়সাল মানিক, ত্রৈপুরা শামিম, মুজিবুর রহমান, আব্দুল ছালাম, রফিকুল আলম, শফিউল্লাহ সফি, কাজি টিপু, মাহফজ প্রমুখ।সভায় মরহুম চার নেতা রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।বিএ
Advertisement