দেশজুড়ে

তরুণরা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।রোববার দুপুরে রাজশাহী নগরীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে ইয়াং বাংলা ডিভিশনাল মিট অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে দেশের সাম্প্রতিক উন্নয়নের চিত্র উপস্থাপন করা হয়।অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশে ১৬ কোটি মানুষের মধ্যে সিংহভাগ তরুণ। তরুণরাই দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারেন। আর এ কারণেই ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিলো, দেশের সব সেক্টরকে ডিজিটালইজড করা। আর এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।তিনি আরো বলেন, ডিজিলাইজডের ধারণা থেকেই যুবসমাজকে কাজে লাগানো হচ্ছে। তাদের অর্জনসমূহ প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। আর এ প্রচারের মাধ্যমেই যুবসমাজকে উজ্জীবিত করা সম্ভব। সম্ভাবনাময় সব অর্জনের সূচনা এবং প্রসারের জন্য সরকারি ও বেসরকারি সংগঠনের মধ্যে মেলবন্ধনের সোপান হিসেবে কাজ শুরু করেছে ইয়াং বাংলা।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাংসদ আখতার জাহান, সাংসদ ও ইয়াং বাংলার কনভেনার নাহিম রাজ্জাক, শফিকুল ইসলাম শিমুল, আবদুল কুদ্দুস, আয়েন উদ্দিন, সাবেক সাংসদ তানভির শাকিল জয়, রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।এমএএস/আরআই

Advertisement