রাজনীতি

ট্রাম্পের কাছে বঙ্গবন্ধুর খুনিদের ফেরত চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদেরকে বাংলাদেশে ফিরিয়ে দিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ট্রাম্পকে উদ্দেশ করে নাসিম বলেছেন, ‘যুক্তরাষ্ট্র যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে থাকে, তাহলে সে দেশে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশ সরকারের কাছে ফেরত দিন।’জেল হত্যা দিবস উপলক্ষে বুধবার তোপখানা রোডের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে থেকে শিক্ষা নিন’ -বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনারাও (বিএনপি) সে দেশের নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করুন। কারণ, সে দেশে ক্ষমতাসীন দলের অধীনে ট্রাম্প নির্বাচন করে বিজয়ী হয়েছেন। আপনারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করুন।’তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়, তাহলে বাংলাদেশে কেন হবে না? তাই বিএনপি নেতাদের বলি, যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে আপনারা শিক্ষা নিয়ে ২০১৯ সালের নির্বাচনে অংশগ্রহণ করুন। জনগণ যাদের সমর্থন দেবে, তারাই বিজয়ী হবে।’নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন। তাই আগামী নির্বাচনে দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। দেশের মানুষ চায় না একাত্তরের ঘাতক-খুনি ও রাজাকারদের আশ্রয়-প্রশ্রয়দাতারা আবার ক্ষমতায় আসুক। দেশের মানুষ চায় রাজাকারমুক্ত বাংলাদেশ গড়তে।স্বাচিপের সভাপতি ইকবাল আর্সলানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, সংসদ সদস্য হাবিবে মিল্লাত, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান, স্বাচিপের সহ-সভাপতি কনক কান্তি বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।এএসএস/আরএস/এবিএস

Advertisement