এক মায়ের আহাজারি।পদ্মায় সারবাহী কার্গোর ধাক্কায় এমভি মোস্তফা-৩ লঞ্চডুবিতে উদ্ধার করা মরদেহ নিয়ে যাচ্ছে দমকল বাহিনীর কর্মীরা।উদ্ধার কাজে নিয়োজিত ডুবুরিরা।নিহত একটি শিশুকে কোলে করে নিয়ে যাচ্ছে ডুবুরিরা।উদ্ধার তৎপরতায় ডুবুরিরা।উদ্ধার করা মরদেহগুলো নৌকায় করে তীরে তোলা হচ্ছে।সন্তানের জন্য এক মায়ের বুক ফাটা আহাজারি।পিআর
Advertisement