দেশজুড়ে

নৈরাজ্যের বিচার বাংলার মাটিতেই হবে : ডেপুটি স্পিকার

সাঘাটা-ফুলছড়ি আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, খালেদা জিয়া তার মৃত ছেলে কোকোর সন্তানদের বিদেশ পাঠিয়ে দিয়ে দেশের সন্তানদের বিপদে রেখেছেন হরতার-অবরোধের মতো কর্মসূচি দিয়ে। এই নৈরাজ্যের জবাব দিতে হবে খালেদাকে।    তিনি আরও বলেন, বেগম জিয়ার কাজ হচ্ছে বাসে পেট্রল বোমা মেরে মানুষ হত্যা করা। শিক্ষার্থীদের শিক্ষা কাজে বাঁধাগ্রস্থ করাসহ পুলিশের মাথায় ইট দিয়ে আঘাত করা।কিন্তু, আমাদের নেত্রী শেখ হাসিনার কাজ হচ্ছে শিক্ষার্থীদের বুকে আগলিয়ে রাখা। শিক্ষার্থীরা কোনো ভাবেই যেন কোনো ক্ষতির সম্মুখিন না হয়, সেজন্য আমরা পরীক্ষাগুলো পিছিয়ে নিচ্ছি। স্পিকার হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এই নৈরাজ্যের বিচার বাংলার মাটিতেই হবে এবং এর জবাব খালেদাকেই দিতে হবে?রোববার দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ডা. আব্দুর রাজ্জাক শিশু নিকেতন স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিষ্ঠান পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল আউয়াল, আ.লীগ সভাপতি নাজমুল হুদা দুদু, জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু, অধ্যক্ষ সুশান্ত কুমার চন্দ্র, ভাইস চেয়ারম্যান শ্যামলী করিম, অধ্যাপক অতুল চন্দ্র সাহা প্রমুখ। এমএএস/পিআর

Advertisement