দেশজুড়ে

আইভী ক্ষমা না চাওয়ায় নাম আসেনি : শামীম ওসমান

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীর নাম প্রস্তাব না আসার কারণ হিসেবে তার দাম্ভিকতাকে দায়ী করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি আইভীর উদ্দেশে বলেন, ছোট বোন এত দাম্ভিকতা ভালো নয়। আমি তোমাকে ১০বার অনুরোধ করেছিলাম ক্ষমা চাও। কিন্তু তুমি সেটা কর নাই। ক্ষমা না চাওয়ায় নেতাকর্মীরা তোমাকে সমর্থন করেনি। তাই তোমার নামও প্রস্তাবনায় আসেনি। কিন্তু আমি চিন্তা করেছিলাম আইভীর নাম প্রস্তাব আসবে। কিন্তু মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় কেউ তার নাম প্রস্তাব করেননি।বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল পরিচিতি সভায় শামীম ওসমান এসব কথা বলেন।তিনি বিএনপির আইনজীবীদের উদ্দেশে বলেন, নারায়ণগঞ্জের দুটি কোর্ট এক সঙ্গে করতে পারলে আওয়ামী লীগের পুরো প্যানেল বসে পড়বে। আর যদি মনে করেন দুটি কোর্ট এক সঙ্গে হোক বা না হোক সেটা দেখার বিষয় নয়। তাহলে নির্বাচন করেন। আর আওয়ামী লীগের প্যানেল যদি বিজয়ী না হয় তাহলে দুটি কোর্ট এক সঙ্গে হওয়ার জন্য কোনো কাজ করবো না।শামীম ওসমান বলেন, খোকন সাহার পিস্তল নিয়ে বিএনপির আইনজীবীরা নাকি বলেন, পিস্তলের ভয় দেখাবেন না। আমরা পিস্তলে ভয় পাই না। তাদের এমন কথায় বলতে হয়, খোকন সাহা যদি আপনাদের ভয় দেখান তাহলে আপনারা তো বাড়িতে থাকতে পারবেন না। খোকন সাহা যদি ভয় দেখায় তাহলে কোর্টে নয় সব জায়গাতেই ভয় দেখাতে পারে। তিনি নির্বাচনে আওয়ামী লীগ প্যানেলের পক্ষে সব আইনজীবীকে কাজ করার অনুরোধ করেন।এর আগে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউজ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনজনের নাম প্রস্তাব করা হয়। তারা হলেন- মহানগরের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ। প্রস্তাবনায় বাদ পড়েন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী। শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি

Advertisement