দেশজুড়ে

লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চ এমভি মোস্তফা ডুবির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সমুদ্র পরিবহন অধিদফতর।রোববার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সমুদ্র পরিবহন অধিদফতরের নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মো. শাজাহানকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সমুদ্র পরিবহন অধিদফতরের স্পেশাল অফিসার মেরিন সেফটি গোলাম মাঈনউদ্দিন হাসান ও সমুদ্র পরিবহন অধিদফতরের মুখ্য পরিদর্শক মো. শফিকুর রহমান।আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সমুদ্র পরিবহন অধিদফতরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম খান।এর আগে দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া যাওয়ার পথে মালবাহী ‘এম ভি নার্গিস-১’ এর ধাক্কায় যাত্রীবাহী  ‘এম ভি মোস্তফা’ লঞ্চটি পদ্মানদীতে ডুবে যায়।সন্ধ্যা পর্যন্ত শিশু নারীসহ ৩৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।এছাড়া নৌযান দুর্ঘটনা তদন্তের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় এর আগে যে তদন্ত কমিটি গঠন করেছে, ওই কমিটিও এই দুর্ঘটনা তদন্ত করবে।এদিকে লঞ্চ ডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও সচিব শফিক আলম মেহেদী।এমএএস/আরআই

Advertisement