পদ্মায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ডুবে যাওয়া এমভি মোস্তফা লঞ্চটির নিহত প্রত্যেক যাত্রীদের পরিবারকে এক লাখ ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।রোববার সন্ধ্যা ছয়টার দিকে এই ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে মানিকগঞ্জ জেলা প্রশাসকের তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে ২০ হাজার টাকা ও বিআইডব্লিউটিসির পক্ষ থেকে এক লাখ পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড. খোন্দকার সামছুদ্দোহা অর্থ সহায়তার ঘোষণাটি নিশ্চিত করেন।প্রসঙ্গত, পদ্মায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে শতাধিক যাত্রী নিয়ে বেলা ১২টার দিকে এমভি মোস্তফা নামের একটি লঞ্চ ডুবে যায়। সারবাহী একটি কার্গোর ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় এখনো বহু যাত্রী নিখোঁজ রয়েছে। এ পর্যন্ত ৩৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।এমএএস/পিআর
Advertisement