খেলাধুলা

আমি তো বাচ্চা নই যে নিজেকে প্রমাণ করতে হবে : নাসির

গত বছর থেকেই সময়টা দারুণ খারাপ যাচ্ছে নাসির হোসেনের। ব্যাটে নিয়মিত রান করার পরও জাতীয় দলের প্রথম একাদশে জায়গা পাচ্ছেন না তিনি। ইংল্যান্ড সিরিজের শেষ দুই ওয়ানডে ম্যাচে জায়গা পেলেও এরপর নিউজিল্যান্ড সিরিজের জন্য দলেই নেই তিনি। তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বাড়তি চাওয়া থাকাই স্বাভাবিক। কিন্তু নিজেকে প্রমাণ করার এ মঞ্চ নিয়ে বললেন উল্টো কথা। কিছুটা অভিমানের সুরেই বললেন, আমি তো আর বাচ্চা নই যে নিজেকে প্রমাণ করতে হবে।বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের হয়ে অনুশীলন শেষে নাসির বলেন, ‘প্রতিটা ম্যাচই আসলে আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে নিজেকে প্রমাণ করার কিছু নেই। আমি তো আর বাচ্চা নই যে নিজেকে প্রমাণ করতে হবে! আমার কাজ হচ্ছে রান করা, ম্যাচ জেতানো- এটাই।’ঢাকা ডায়নামাইটসের হয়ে এবারের বিপিএলের প্রথম দুই ম্যাচে ব্যাটিং করার সুযোগই পাননি নাসির। তাই পরে দুই ম্যাচে ব্যাটিং অর্ডার পরিবর্তন করে তিন নম্বরে ব্যাটিং করতে আসেন তিনি। আর সেখানে ব্যাটিং করেই সফল এ অলরাউন্ডার। শেষ দুই ম্যাচে করেছেন ৪৩ ও ৩৮। এবং তার দারুণ ব্যাটিংয়ে দলও পেয়েছে টানা জয়।‘নতুন স্থানে ব্যাটিং অবশ্যই ভালো লাগছে। যেখানে খেলেই রান করেন না কেন, ভালো লাগবেই। এগারো নম্বরে করলেও ভালো লাগে। গত দুই ম্যাচে আমি তিন নম্বরে ব্যাটিং করেছি। রানও পেয়েছি। এটাই আমার জন্য ঠিক আছে।’বিপিএলে এবার শুরু থেকেই দারুণ খেলছে ঢাকা ডায়নামাইটস। চার ম্যাচের তিনটিতে জিতে রান রেটের বিবেচনায় শীর্ষে রয়েছে। এবার চট্টগ্রাম পর্বে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে স্থানীয় দল চিটাগাং ভাইকিংসের। তবে এটাকে আট দশটা ম্যাচের মতোই দেখছেন নাসির। ধারাবাহিক খেলেই এক নম্বর অবস্থান ধরে রাখতে চান এ ব্যাটসম্যান। ‘আমরা এক নম্বরে আছি। এই স্থানটা ধরে রাখতে চাই। আমাদের লক্ষ্য হচ্ছে এক নম্বরেই নিজেদের ধরে রাখা। হোম টিমের সঙ্গে খেলা, বিষয়টাকে আমরা ওভাবে দেখছি না। চিটাগাংয়ের সঙ্গে খেলা। এটা আরো একটা ম্যাচ। প্রস্তুতি ভালো। আর পরিকল্পনা জানলেও বলতে পারছি না।’আরটি/এমএস

Advertisement