দেশজুড়ে

আশুগঞ্জ সারকারখানার উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানার ইউরিয়া সার উৎপাদন। রোববার দুপুরে কারখানার এমোনিয়া প্লান্টের সিনগ্যাস কমপ্রেসারে লিকেজ হয়ে উৎপাদন বন্ধ হয়ে যায়। এ নিয়ে গত দেড় মাসে একই সমস্যায় পাঁচবারের মতো বন্ধ হল আশুগঞ্জ সারকারখানার ইউরিয়া সার উৎপাদন।আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক নুরুল কবির জানান, রোববার দুপুরে কারখানার এমোনিয়া প্লান্টের সিনগ্যাস কমপ্রেসারে লিকেজ হয়ে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে কারখানায় নিজস্ব সার মজুদ না থাকলেও আমদানি করা ৪০ হাজার টন সার মজুদ থাকায় কমান্ডভুক্ত সাত জেলায় সার সংকট দেখা দেওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন নুরুল কবির।এমএএস/আরআই

Advertisement