গাছ পাহাড়া দিয়ে একেক জন বনে গেছেন লাখোপতি। বন বিভাগের সামাজিক বনায়নের উডলট বাগান গত ১০ বছর পাহাড়া দিয়ে ৩৫ জন অংশীদারের প্রত্যেকে পেয়েছেন ২ লাখ ১৪ হাজার ২৫৩ টাকা করে।শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করা হয়। রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন প্রধান অতিথি ও ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা গৌরাঙ্গ রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুরের সহকারী বন সংরক্ষক মো. মোমিনুর রশিদ, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. জাকারীয়া আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম ওয়ারেজ নাইম, সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু প্রমুখ। বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. জাকারীয়া আহম্মদ জানান, ২০০২-০৩ সালে এ রেঞ্জের আওতায় সৃজিত ৩৬ দশমিক ৪৪ হেক্টর জমির সামাজিক বনায়নের উডলট বাগানের গাছ গত বছর নিলামে বিক্রি হয়। এতে অংশীদারদের মধ্যে বিতরণের জন্য ১ কোটি ৯২ লাখ ৮২ হাজার ৭৭৫ টাকা পাওয়া যায়। তন্মধ্যে এদিন ৩৫ জন উপকারভোগীর প্রতিজনের মধ্যে ২ লাখ ১৪ হাজার ২৫৩ টাকা হারে এবং ৫ কি.মি. স্ট্রিপ বাগানের প্রতিজন উপকারভোগীর মধ্যে ৮ হাজার ২৭৫ টাকা হারে চেক বিতরণ করা হয়। এমএএস/পিআর
Advertisement