বিশ্ববাণিজ্য সংস্থায়(ডব্লিউটিও) স্বল্পোন্নত দেশসমুহ (এলডিসি) বাংলাদেশকে ২০১৫ সালের জন্য সমন্বয়কারী মনোনিত করেছে। ১৯৯৫ সালে এলডিসি প্রতিষ্ঠার পর বাংলাদেশ কয়েক বার বাংলাদেশ এ সমন্বয়কারীর দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছে।উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রথম বারের মতো সমন্বয়কারীর দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশের তৎকালীন শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ-এর নেতৃত্বে সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রথম ডবিøউটিও মিনিষ্টিরিয়াল কনফারেন্সে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধাসহ বিভিন্ন ইস্যুতে দাবী জোড়ালো ভাবে উত্থাপন করে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন। এজন্য তোফায়েল আহমেদ এলডিসি ভুক্ত দেশগুলোর কাছে অনেক প্রশংসা অর্জন করেছেন। মূলতঃ তখন থেকেই বাংলাদেশ এলডিসি গ্রæপে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসছে।এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের জন্য বাংলাদেশকে এলডিসিভুক্ত দেশগুলোর সমন্বয়কারী মনোনিত করা হয়েছে।এসএ/আরএস/আরআই
Advertisement