অর্থনীতি

সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। দিনশেষে উভয় বাজারে সূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। তবে বেড়েছে লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মুল্যসূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০২ পয়েন্টে অবস্থান করছে। এ সময় লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৩৪টির দাম বেড়েছে, কমেছে ১২৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের।ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ২৪৫ কোটি টাকার। যা আগের দিনের চেয়ে ২১ কোটি টাকা কম। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৬৬ কোটি টাকা।অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৯৩১ পয়েন্টে। সিএসইতে মোট ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।এর মধ্যে দর বেড়েছে ১০৫ টির, কমেছে ৯৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২২ কোটি টাকা।এসআই/আরএস/আরআই

Advertisement