প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা কুক্ষিগতকারী উল্ল্যেখ করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সাবেক ১৭৯ সাংসদ সদস্য বলেছেন, বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের জন্য শেখ হাসিনার পদত্যাগই একমাত্র পথ। অনতিবিলম্বে আন্দােলনরত ২০ দলীয় জোটের প্রধান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আলােচনা করে মহাবিপর্যয়ের হাত থেকে জাতিকে রক্ষার আহ্বানও জানিয়েছেন তারা।রোববার বিকেলে সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।বিবৃতিতে বলা হয়, আমরা জাতীয় সংসদের সাবেক সদস্যরা রিরাজমান পরিস্থিতিতে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সরকার কর্তৃক প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে দমন-পীড়ন ও মিথ্যা মামলা দিয়ে নিশ্চিন্ন করণের যে সুস্পষ্ট অপচেষ্টা চলছে, তা দেশে স্বাধীন মত প্রকাশের অধিকারকে শুধু ক্ষুন্নই করেনি, আইনের শাসনের অপমৃত্যু ঘটিয়ে মুক্ত রাজনীতির পথও রুদ্ধ করেছে।তারা আরো বলেন, আমরা জানতে পেরেছি সরকার পরিকল্পিতভাবে গুলশান কার্যালয়ে খাবার সরবরাহত বন্ধ করে দিয়েছে। অবরুদ্ধ নেতা ও স্টাপরা না খেয়ে থাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া নিজেও কয়েকদিন ধরে অভূক্ত অবস্থায় রয়েছেন। আমরা মনে করি এরুপ অন্যায় আচরণ সম্পূর্ণভাবে বেআইনী ও অগণতান্ত্রিক এবং বাংলাদেশের সংবিধানের ধারায় ৩৭, ৩৮ ও ৩৯ ধারায় স্বীকৃত সভা-সমিতি ও মতা প্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। সরকারকে এরকম কর্মকাণ্ড থেকে বিরত থাকা ও বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খাবার সরবরাহে বাধা না দেয়ার জোর দাবি জানাই।বিবৃতিতে তারা বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সারাদেশে সাধারণ মানুষের উপর বোমা নিক্ষেপ করে হতাহত করা হচ্ছে। আমরা এও লক্ষ্য করছি, দেশের বিভিন্ন স্থানে নাশকতার সাথে সম্পৃক্ত এবং আইনশৃঙ্কলাবাহিনী কর্তৃক গ্রেফতারকৃতরা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সদস্য ও নেতা।শেখ হাসিনাকে ইতিহাস থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে সাবেক সংসদ সদস্যরা বলেন, গণহত্যা বন্ধ করুণ। বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি বিনষ্ট করা থেকে বিরত থাকুন।বিবৃতিতে ব্যারিস্টার মওদুদ আহম্মেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে: জেনারেল (অব.) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, ডা: আব্দুল মঈণ খান, মির্জা আব্বাসসহ ১৭৯ জন সাবেক সংসদ সদস্যের নাম উল্লেখ রয়েছে।এমএম/আরএস/আরআই
Advertisement