রাজধানীর রামপুরায় গত ১২ ফেব্রুয়ারি বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ হেলপার বাপ্পী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে মারা গেছেন।রোববার বেলা পৌঁনে ১২টায় তার মৃত্যু হয়। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল বাপ্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১২ ফেব্রুয়ারি রাতে গুরুতর দগ্ধ অবস্থায় বাপ্পীকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার শরীরের ৭০ ভাগ দগ্ধ হয়েছিল। বাসের হেলপার বাপ্পীর গ্রামের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ থানার শ্রীরামপুরে। মিরপুরের দিয়াবাড়ি বস্তিতে তিনি থাকতেন। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রলবোমায় আলিফ পরিবহনের হেলপার বাপ্পী গুরুতর দগ্ধ হন।জেইউ/বিএ/এমএস
Advertisement