বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে অবরোধ ও হরতালের সহিংসতায় আগুনে পুড়ে নিহতদের তালিকা টানিয়ে দিয়েছেন সরকার সমর্থিত বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। রোববার দুপুর সাড়ে ১২টায় কার্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তার পশ্চিম পাশে এই তালিকা টানানো হয়।সরেজমিন দেখা গেছে, পেশাজীবী নেতাদেরকে কার্যালয়ের সামনে ৮৬ নং সড়কে প্রবেশে পুলিশ বাধা দিলেও পরে পুলিশি প্রহরায় তারা কার্যালয়ের সামনে এসে আগুনে পুড়ে নিহত ৫৪ জনের তালিকা টানিয়ে দেন।এর আগে, হরতাল অবরোধের নামে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে সকালে গুলশান ২ চত্বরে মুক্তিযোদ্ধা, শিক্ষক, অভিনেতা ও ডাক্তারসহ সরকার সমর্থিত বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা প্রতিকী অবস্থান ও মানববন্ধন করে।মানববন্ধনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অভিনেত্রী তারানা হালিম, শিল্পী সৈয়দ হাসান ইমাম, পীযুষ বন্দ্যোপাধ্যায়, তুষার খান, নাদের চৌধুরী, চঞ্চল চৌধুরী প্রমুখ ও সাবেক পররাষ্ট্রমমন্ত্রী দিপু মনি অংশ নেন। পরে সেখান থেকে মৌন মিছিল সহ গুলশান কার্যালয়ের সামনে এসে নিহতদের তালিকা টাঙ্গিয়ে দেন।এমএম/ এএইচ/এমএস
Advertisement