খেলাধুলা

আরও ১০ বছর খেলতে চান আশরাফুল

টেস্ট ক্রিকেটের ইতিহাসে যে রেকর্ড বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল করে রেখেছেন, সেটা টিকে আছে প্রায় দেড় দশক। আরও যে বছরের পর বছর সেই রেকর্ডটি টিকে থাকবে, তা নিশ্চিত করেই বলে দেয়া যায়। মোহাম্মদ আশরাফুলের ব্যাটেই বধ হয়েছিল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিগুলো। অথচ, সেই আশরাফুলই আজ ক্রিকেটের বাইরে। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে মাঠে নামতে তাকে আরও অপেক্ষা করতে হবে- দেড় বছরেরও বেশি সময়।একটি ভুল করে ফেলেছেন আশরাফুল। যার খেসারত দিলেন সর্বশেষ তিন বছর পুরোপুরি ক্রিকেটের বাইরে থেকে। অবশেষে গত আগস্টে ঘরোয়া ক্রিকেট খেলার ওপর থেকে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। এখন আশরাফুল নিয়মিত হচ্ছেন। নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে। বিপিএলের কারণে এনসিএল বন্ধ রয়েছে। বিপিএলের পরই আবার শুরু হবে। সে লক্ষ্যে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন আশরাফুল।বয়স এখন প্রায় ৩২। ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা কাটলেও আন্তর্জাতিক ক্রিকেটের ওপর থেকে নিষেধাজ্ঞা কাটবে ২০১৮ সালের আগস্টে। সুতরাং, আশরাফুলকে বাংলাদেশের জার্সি গায়ে আবারও দেখতে চাইলে ভক্তদের অপেক্ষায় থাকতে হবে ততোদিন পর্যন্ত।তবে সময় যতোই লাগুক, মোহাম্মদ আশরাফুল নিজে লক্ষ্য স্থির করে ফেলেছেন অন্তত আরও ১০ বছর ক্রিকেট খেলবেন। আগেও তিনি পাকিস্তানের মিসবাহ-উল হকের উদাহরণ দিয়েছিলেন। এবার আবারও দিলেন। সঙ্গে উদাহরণ দিলেন মাশরাফিরও। বললেন, হাঁটুতে সাত-সাতটি অপারেশন নিয়েও যদি মাশরাফি আরও একটি বিশ্বকাপ খেলার মতো ফিট থাকে, তাহলে সুস্থ থেকেও কেন আমি আরও দুটি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে পারবো না?বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ উপলক্ষে জাগো নিউজ কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে ডিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আশরাফুল নিজের ইচ্ছার কথা এভাবেই প্রকাশ করেন।আশরাফুল বলেন, ‘আমি সব সময় শেখার চেষ্টা করি। ছোট বেলা থেকেই প্রচুর ক্রিকেট দেখতাম। খুব মনোযোগ দিয়ে খেয়াল করতাম ব্যাটসম্যানরা নতুন বলে কেমন খেলে, পুরাতন বলে কেমন খেলে। যে অভিজ্ঞতাটা আমি ২০০১ সালে শ্রীলংকার বিপক্ষে কাজে লাগাতে পেরেছি। চামিন্দা ভাস, মুরালিধরনদের খেলা আগে থেকে দেখে দেখে আমি শিখেছিলাম কীভাবে তাদের বিপক্ষে খেলতে হবে। যে কারণে নতুন বলেও চামিন্দা ভাসকে আমি খেলতে পেরেছি। বল পুরাতন হয়ে যাওয়ার পর মুরালির ঘূর্ণিগুলোকে সামলাতে পেরেছি। যে কারণে আপনারা বিশ্বের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানকে বাংলাদেশে পেয়েছেন।’আবার আগের ‘আশরাফুল’ হয়ে ফেরার প্রত্যয় জানিয়ে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘একটি দুর্ঘটনার কারণে তিন বছর ক্রিকেটের বাইরে ছিলাম। এখন ফিরে এসেছি। আমার জন্য দোয়া করবেন, যেন আগের সেই আশরাফুল হয়েই আবার আপনাদের মাঝে ফিরতে পারি।’জাগো নিউজ২৪.কমে কলাম লেখা প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘আমি এমনিতেই খেলা দেখি। অবসর সময়গুলোতেও দেখতাম। তবে, জাগো নিউজে কলাম লেখার জন্য সেই খেলাগুলো আরও মনোযোগ দিয়ে দেখতে হয়েছে। ব্যস্ততার মাঝেও বাধ্য হয়েছি খেলা দেখতে। এরপর খেলাগুলোর নানা বিশ্লেষণ লিখতে পেরেছি। এজন্য জাগো নিউজকে ধন্যবাদ। আর পাঠকদেরও ধন্যবাদ, যে প্রায় ৫০ লাখ পাঠক আমার কলামগুলো পড়েছেন এবং কুইজে অংশ নিয়েছেন। যারা বিজয়ী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন তাদের অভিনন্দন।’আরও ১০ বছর খেলার ইচ্ছা প্রকাশ করে আশরাফুল বলেন, ‘আরও অন্তত ৮ থেকে ১০ বছর খেলার ইচ্ছা আছে। ওজনটা হয়তো আগের চেয়ে এক-দুই কেজি বেড়েছে। তবে, আমি যখন নতুন করে অনুশীলন শুরু করতে গেছি, তখন সাকিব বলেছে- ভাই আপনার ওজন তো একটু বেড়ে গেছে। তখন আমি বলেছি, এটা ঠিক হয়ে যাবে। আর এটা ফিটনেসের সঙ্গে মানিয়ে নিতে পারলে তো সমস্যা নেই। দেখেন পাকিস্তানের মিসবাহ এখনও খেলছে। তার বয়স তো ৪২। আমার বয়স ৩২। সে যদি এখনও পারে, আমারও বিশ্বাস, আমি পারবো।’আইএইচএস/পিআর

Advertisement