বিনোদন

নাচতে গিয়ে আহত সোনম কাপুর

নাচতে গিয়ে আহত সোনম কাপুর

পুতুল নাচ নাচতে গিয়ে রক্তাক্ত হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। `প্রেম রতন ধন পাও` ছবিতে নাচতে গিয়ে পায়ের গোড়ালি কেটে গিয়ে রক্তপাত শুরু হয়। সোনমের মুখপাত্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।হিন্দুস্তান টাইমসের খবরে জানা গেছে, বর্তমানে সোনমকে পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এ ছবিতে তিনি সালমান খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, ছবির গানটির সঙ্গে সোনমকে পুতুল নাচ নাচতে দেখা যাবে। নাচের দৃশ্যে শুটিং করার সময় তাকে মাটি থেকে বেশ খানিকটা উপরে উঠতে হয়েছিল। উপর থেকে মাটিতে নেমে আসার সময় তার পায়ে আঘাত লেগে রক্তপাত শুরু হয়। সূত্রটি আরো জানিয়েছে, ছবিটির শুটিং করতে গিয়ে সোনমকে ভালোই ঝক্কি পোহাতে হচ্ছে। এর আগে শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এইচএন/এমএস

Advertisement