খেলাধুলা

আমি হতাশ, এবার আপনারাও হবেন : তামিম

টানা তিন ম্যাচে হার। অথচ প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টরিয়ান্সের বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল তারা। দলের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই হতাশ চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল খান। জানালেন এভাবে পারফরম্যান্স করতে থাকলে তার পাশাপাশি এবার সাংবাদিকসহ সাধারণ দর্শকরাও হতাশ হয়ে যাবেন।  সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি তো হতাশ, সঙ্গে আপনারাও হয়তো হতাশ হয়ে যাবেন এরকম খেলা দেখতে দেখতে।’এ কথার ব্যাখ্যায় তামিম বলেন, ‘শেষ আট ওভারে চল্লিশ রান, এটার কোন মানে হয় না। যে ওভারে আমি আউট হইছি, ওই ওভার থেকে শেষ ওভার পর্যন্ত আমাদের নয় উইকেট ছিল, এর মাঝখানে আমরা চল্লিশ রান করেছি। এটা আপনি, আপনার ব্যাটিং লাইন আপ থেকে আশা করতে পারেন না। এছাড়াও আমরা প্রতি ওভারে একটি করে বাউন্ডারি দিয়েছি। যতোই ভালো খেলোয়াড় আনেন, যতোই ভালো কোচ আনেন, এমন খেলতে থাকলে আসলে বিপর্যয় থামানো সম্ভব না।’এবার শক্তিশালী দলই গড়েছিল চিটাগাং। তারপরও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না তার দল। তামিমের মতে মাঠে পরিকল্পনার সঠিক বাস্তবায়নের অভাবের কারণেই এমন হচ্ছে। আরেকটু স্মার্ট ক্রিকেট খেলতে পারলে দলের এমন বিপর্যয় দেখতে হতো না বলেও মনে করেন অধিনায়ক।‘আসলে আমরা যখন অনুশীলন করি তখন অনেক কিছুই করি। এখন ওইটাকে যদি আমরা মাঠে কাজে লাগাতে না পারি, তাহলে সমস্যা। যখন আমরা আলোচনা করি, পরিকল্পনা করি তা সুন্দরভাবে করছি। শেষ কয়েকটা ম্যাচ যে আমরা হারলাম, ওখানে যদি আমরা একটু স্মার্ট থাকতাম, তাহলে হয়তো ওই ম্যাচগুলা হারতাম না।’নিজেদের ভুলগুলো খুব দ্রুতই ধরতে চান তামিম। আর তা করতে পারলে এখনও ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন তিনি, ‘আমি নিশ্চিত, যারা আজকে খারাপ খেলেছে তারাও চেষ্টা করেছে ভালো করার। কিন্তু কোনভাবে কাজে লাগেনি। হয়তো আমাদের মধ্যে কোন ভুল আছে নিশ্চয়ই, ওই ভুলটা যদি ধরা যায়, আমাদের এখনো আটটা ম্যাচ আছে, যে কোন কিছুই হতে পারে। কিন্তু আমাদের আসলে অনেক অনেক উন্নতি করা লাগবে যদি আমরা ফিরে আসতে চাই।’আরটি/এমআর/এমএস

Advertisement