বিনোদন

এক সঙ্গে গাইলেন নচিকেতা ও মানিক

‘আয় ভোর আয় ভোর, তোর জন্য এই স্বপ্ন দেখা, দিন যায় রাত যায় তোরই অপেক্ষায়, তোকে পেলেই পাবো মুক্তির রেখা’- এভাবেই কথা ও সুরের যুগলবন্দিতে এক হলেন পশ্চিমবঙ্গের নচিকেতা চক্রবর্তী ও বাংলাদেশের আমিরুল মোমেনীন মানিক। সম্প্রতি ‘ভোর আয়’ শিরোনামের একটি গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন তারা।তানভীর তারেকের সংগীতায়োজনে গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা লেখা ও সুর করার কাজটিও করেছেন মানিক। একটি টেলিভিশনের আমন্ত্রণে নচিকেতা সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি মানিকের সঙ্গে গানে কণ্ঠ দেন তিনি।‘আয় ভোর’ প্রসঙ্গে নচিকেতা বলেন, ‘প্রত্যেক মানুষ চায়, তার জীবনে সফলতার সোনালী সকাল আসুক। কাঙ্ক্ষিত সেই ভোরের স্বপ্ন নিয়েই গানটি তৈরি। বাস্তববাদী গান, আমি যে রকম গান গাই সে রকম। আয় ভোর গানের অসাধারণ কথা ও সুর শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’পাশাপাশি শিল্পী মানিক ও তানভীরের প্রশংসা করে বলেন, ‘মানিক ও তানভীর অনেক যত্ন করে গানটি তৈরি করেছে। তাদের জন্য আমার শুভকামনা। আমার অনির্বাণ গানের পর আরেকটি নান্দনিক গান গাইতে পেরে আমিও আনন্দিত।’মানিক বলেন, ‘প্রেমানুভূতির বাইরে জীবনের নানা বৈচিত্র্যময় অনুষঙ্গ নিয়ে করা গান যে জনপ্রিয় হতে পারে, তার উজ্জ্বল উদাহরণ নচিকেতা। নচিদা’র সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দেব, এটা ছিল দীর্ঘদিনের স্বপ্ন। কথা ও সুর পছন্দ হওয়ায় নচিদা কাজটি করেছেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’

Advertisement