নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পুরো নির্বাচন পর্বেই চীনকে তুলোধোনা করেছিলেন ট্রাম্প। চীনা পণ্যের ওপর ৪৫ শতাংশ আমদানি কর বসানোর কথা বলেছিলেন ট্রাম্প। তাছাড়া চীন যেভাবে তাদের মুদ্রার দাম কমিয়ে রেখেছে তারও সমালোচনা করেছিলেন রিপাবলিকান দল থেকে নির্বাচিত হওয়া এই প্রেসিডেন্ট। ২০১৭ সালে চীনে নতুন প্রেসিডেন্ট আসতে পারেন। সেই অবস্থায় ট্রাম্পের সঙ্গে নতুন সরকারের রসায়নের ওপর চীনের বৈদেশিক সম্পর্ক অনেকটাই নির্ভর করছে। ট্রাম্প এবং জিনপিংয়ের ফোনালাপের কথা স্বীকার করেছে চীনের সরকারি টিভি চ্যানেল সি সি টিভি। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা ছাড়া আর কোনও পথ খোলা নেই বলে দাবি করেছেন চীনা প্রেসিডেন্ট। বিশ্বের আর্থিক অগ্রগতির প্রয়োজনের কথা মাথায় রেখে দু’দেশের কাছাকাছি আসা দরকার বলে উল্লেখ করেছেন তিনি।টিটিএন/এবিএস
Advertisement