৫৫, ১* ও ৬৩। এ তিনটি শাহরিয়ার নাফীসের আগের তিন ম্যাচের রান। চতুর্থ ম্যাচেও হাফ সেঞ্চুরি। ফর্মের তুঙ্গে রয়েছেন এক সময়ে বাংলাদেশ জাতীয় দলের অটোম্যাটিক চয়েজ নাফিস। শুধু বিপিএলের এবারের আসরেই নয়। গত বছর থেকেই ঘরোয়া লিগের সকল আসরেই দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন এ স্টাইলিস্ট ব্যাটসম্যান।সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬৪ রানের বড় লক্ষ্যেই ব্যাটিং করতে নামে বরিশাল। তবে দলীয় ৭ রানেই জশোয়া কবকে হারিয়ে চাপে পরে তারা। এরপর ডেভিড মালানের সঙ্গে জুটি গড়েন নাফীস। এ দুই ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় তারা।এদিন শুরুতে কিছুটা ধীর গতিতে খেললেও ধীরে ধীরে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসেন নাফীস। হাফ সেঞ্চুরি তুলে নেন ৪৫ বলে। ইমরান খানের বলে চার মেরে হাফ সেঞ্চুরি উদযাপন করেন এ ব্যাটসম্যান। এ রান করতে ৬টি চারের পাশাপাশি ১টি ছক্কা মারেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত / রানে অপরাজিত রয়েছেন নাফীস।শুধু এবারের আসর নয় বরাবরই বিপিএলে দারুণ ধারাবাহিক নাফীস। এ টুর্নামেন্টে প্রথম বাংলাদেশি হিসেবে করেছেন সেঞ্চুরি। এছাড়াও আজকের হাফ সেঞ্চুরিসহ মোট ছয়টি হাফ সেঞ্চুরি করেছেন নাফীস।আরটি/এমআর/এবিএস
Advertisement