সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সালমা খাতুন (২২) নামের এক স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর স্বামী ও পরিবারের লোকজন পলাতক।সোমবার সকালে উপজেলার শ্যামলিপাড়া থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত সালমা খাতুন শ্যামলিপাড়ার মামুন হোসেনের স্ত্রী এবং সলঙ্গা থানার আঙ্গারু গ্রামের ফরিদ হোসেনের মেয়ে।উল্লাপাড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের ভাষ্য দিয়ে ওসি জানান, গত কয়েক বছর আগে মামুন প্রেমের সম্পর্ক করে সালমা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর থেকে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। গত কয়েক মাস আগে স্ত্রীর ভরণপোষণ নিয়ে মামলাও হয়। এ নিয়ে সুরাহার পর উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলিপাড়া মহল্লায় বাসা ভাড়া নিয়ে তারা বসবাস করে আসছিল। তবে তাদের মধ্যে প্রায় কলহ লেগে থাকতো। একপর্যায়ে শনিবার রাতের কোনো এক সময় তাকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে যায়। সোমবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। ইউসুফ দেওয়ান রাজু/এএম/এসএম
Advertisement