ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে বাংলাদেশি বংশোদ্ভূত দুই ব্রিটিশ তরুণী সিরিয়া যেতে পারেন বলে মনে করছে ব্রিটেন সরকার। ঘটনাটি জানার পর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গত মঙ্গলবার তারা লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা করেন। শামিমা বেগম (১৫) খাদিজা সুলতানা (১৬) নামের বাংলাদেশি বংশোদ্ভূত ওই দুই তরুণীর সঙ্গে ইথিওপিয়ান আরেক তরুণী ছিলেন। তবে পরিবারের অনুরোধে তার নাম প্রকাশ করেনি পুলিশ। খবর- বিবিসি।লন্ডন মেট্রোপলিটন পুলিশের কমান্ডার রিচার্ড ওয়ালটন বলেছেন, ওই তরুণীরা যদি সিরিয়া গিয়ে পৌঁছাতে পারেন তবে তা তাদের জন্য অত্যন্ত বিদজ্জনক হবে। তীব্র শৈত্যপ্রবাহে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার কারণে তারা এখনও তুরস্কে থাকতে পারেন বলেও জানান তিনি।পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনের টাওয়ার হ্যামলেটস এলাকার বাসিন্দা ওই তিন তরুণী স্থানীয় বেথনাল গ্রিন একাডেমির ছাত্রী। গত ডিসেম্বরে আইএসে যোগ দিতে ওই স্কুলের আরেক ছাত্রী সিরিয়া যান। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। যাওয়ার আগে তারা একদিনের জন্য বেড়াতে যাচ্ছেন বলে নিজেদের পরিবারকে জানান।এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, চরমপন্থী শক্তি যাতে মানুষের মনকে বিষাক্ত করতে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানকেও ভূমিকা রাখতে হবে। তিন তরুণীর সিরিয়া গমনের সংবাদে উদ্বেগ প্রকাশ করেছেন পূর্ব লন্ডনের বেথনাল গ্রীন এলাকার বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলি ও স্থানীয় মুসলিম নেতারা।এএইচ/আরআইপি
Advertisement