পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই চিত্রনায়ক নায়ক দেব ও প্রসেনজিৎ সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছিলেন এ বাংলার জনপ্রিয় ও ব্যস্ত চিত্রনায়ক শাকিব খান, নিরব, অমিত হাসান, জায়েদ খানসহ আরো অনেকে। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর মিন্টু রোডের রাষ্ট্রীয় অতিথি ভবণ যমুনায় তারা এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা ক্যামেরা বন্দিও হয়।চিত্রনায়ক নিরব জাগো নিউজকে জানান, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তারা রাষ্ট্রীয় অতিথি ভবণ যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই বাংলার চলচ্চিত্র নিয়েও কথা হয়।তবে সম্প্রতি দেশের হলগুলোতে ভারতীয় ছবি প্রদর্শনের বিরুদ্ধে যে আন্দোলন সৃষ্টি হয়েছিল সে বিষয়ে কোন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ সমস্যা নিয়ে অনেক আগে সংশিষ্টরা আলোচনা করেছেন। এটা আসলে একদিনে সমাধান কারার মতো না।উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে চিত্রনায়ক নায়ক দেব ও প্রসেনজিৎ ছাড়াও সাংস্কৃতি অঙ্গনের আরো অনেকেই গত বৃহস্পতিবার বাংলাদেশে এসেছেন। ২১ ফেব্রুয়ারি মধ্য রাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ ভাষা সৈনিকদের উদ্দেশ্যে ঢাকার কেন্দ্রিয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।আরএস
Advertisement