খেলাধুলা

ম্যাচ পরিত্যক্ততে হতাশ প্রবাসী দর্শকরা

মশিউর রহমান তুহিন, সিডনিঃ অস্ট্রেলিয়া-বাংলাদেশের বহুল প্রতীক্ষিত বিশ্বকাপের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়াতে প্রবাসী বাংলাদেশি দর্শকরা খুবই হতাশ। অস্ট্রেলিয়া স্বাগতিক দেশ তাই তাদের সাথে খেলা হলে প্রচুর স্বাগতিক ও প্রবাসী দর্শক আগমনের সম্ভাবনা ছিল এই ম্যাচে। তাছাড়া দুই দলের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল কারণ পরের পর্বে যাবার জন্য স্বাগতিক অস্ট্রেলিয়ার জন্য সহজ ছিল ম্যাচটি।অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক প্রতিযোগিতা মুলক ক্রিকেটে ফিরার কথা ছিল এই ম্যাচটির মাধ্যমে। অন্যদিকে, বাংলাদেশের খেলোয়াড়রা না খেলে পয়েন্ট পেতে চাননি কারণ ব্রিসবেনের গাবায় খেলার মতো স্বপ্ন তো সব সময় সত্যি হবার নয়। বাংলাদেশ তরুণ দল এবং এই সব বড় মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ ছিল। কিন্তু বৃষ্টির কাছে পরাজিত হল সব ইচ্ছে। এখন বাংলাদেশ চেয়ে থাকতে হবে ২৬ ফেব্রুয়ারিতে মেলবোনের এমসিজিতে শ্রীলঙ্কার সাথে খেলার দিকে।তবে খেলাটি পরিত্যক্ত হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দর্শক, এটা বলাবাহুল্য। কারণ অনেক দর্শক শত শত মাইল থেকে তেল খরচ করে এসে, কেউবা আবার প্লেন ফেয়ার দিয়ে হোটেলের থাকার খরচ বহন করতে হয়েছে। শুধুমাত্র টিকেট খরচ আইসিসি ফেরত দিবে বলে জানা গিয়েছে। কিন্তু তারপরও অনেককে এই খেলা দেখার জন্য ১০০০-১২০০ অস্ট্রেলিয়ান ডলার বিনা বাক্যে বহন করতে হবে। খেলা দেখতে পারলে হয়তো তাদের দুঃখ থাকতো না।সিডনি থেকে আসা আরমান জানান, প্রায় ১২০০ কিলোমিটার ড্রাইভ আর ১৪ ঘণ্টার ভ্রমন করে এসে যদি হোটেলে বসে টিভিতে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিসের খেলা দেখতে হয় তাহলে হতাশা কোন পর্যায়ে আছে বলে বুঝাতে পারবো না।আরেক দর্শক আবির খান সেও সিডনি থেকে খেলা দেখতে গিয়েছিল। তার সাথে ফোনে কথা হয়। তিনি বলেন, কি বলবো খেলা দেখতে এসে এখন ইভেন্ট সিনেমা হলে গিয়ে মুভি দেখছি। প্রকৃতির উপর তো কারো হাত নাই। বৃষ্টির জন্য কোথায় বেড়াতেও যেতে পারছি না। সব মিলিয়ে বাজে একটা পরিস্থিতিতে পড়ে গেলাম। এমন জানলে পড়াশুনা আর কাজ বাদ দিয়ে কে খেলা দেখতে আসতো?এই রকম আরও অনেক দর্শক বিড়ম্বনার স্বীকার হয়েছেন। এখন দর্শকদের চোখ পরের ম্যাচটির দিকে। শ্রীলঙ্কার সাথে জিতলে বাংলাদেশের পরের রাউন্ডে যাবার স্বপ্ন পূরণ হবে। শ্রীলঙ্কার সাথে পরের খেলায় হতাশ হবার মতো কিছু হবে না - এমনটাই আশা প্রবাসী দর্শকদের।আরএস

Advertisement