প্রকৃতির কাছে হার মেনে বাংলাদেশে-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছে ক্রিকেট কর্তা আইসিসি। বৃষ্টির পানিতে ম্যাচটি ভেস্তে যাওয়ায় টাইগার ভক্ত ক্রিকেটপ্রেমীদের মনে এখন একটা আশা, তা হলো ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। আর সে ম্যাচেই আরো একবার গর্জে ওঠা।ইতিমধ্যে দুই ম্যাচ থেকে বাংলাদেশের ঝুলিতে জমা পড়েছে ৩ পয়েন্ট। ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় শ্রীলঙ্কা, ইংল্যান্ডের মতো দলকে পেছনে ফেলে বাংলাদেশ অবস্থান করছে তিন নম্বরে। স্বাগতিক অস্ট্রেলিয়া ও বাংলাদেশের পয়েন্ট সমান ৩। কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকায় অস্ট্রেলিয়ার অবস্থান বাংলাদেশের উপরে। শক্তিমত্তার বিচারে প্রতিপক্ষ শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে বাংলাদেশ। তাদের বিপক্ষে ১৯৮৬ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ ৩৭টি ওয়ানডে ম্যাচ খেলেছে। তার মধ্যে বাংলাদেশের জয় মাত্র ৪ টিতে। আর শ্রীলঙ্কা জিতেছে ৩২টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের সুখস্মৃতি নেই। তারপরও বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ ছেড়ে কথা বলবে না শ্রীলঙ্কাকে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা যেভাবে নিউজিল্যান্ডের সঙ্গে নাস্তানাবুদ হয়েছে, তাতে বাংলাদেশ তাদের বিপক্ষে ইতিবাচক ফল আশা করতেই পারে। কারণ, প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় পেয়েছেন টাইগাররা। তার ওপর অস্ট্রেলিয়ার বিপক্ষেও এক পয়েন্ট পেয়েছে। সব মিলিয়ে আত্মবিশ্বাসের পাশাপাশি টাইগার শিবির রয়েছে ফুরফুরে মেজাজে। এই সুবিধাটুকু কাজে লাগিয়ে শ্রীলঙ্কার বিপক্ষেও পয়েন্ট তুলে নিতে পারলে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখবে বাংলাদেশ।আরএস/এমএস
Advertisement