জাতীয়

রাত ৮টায় ডিআরইউতে হোসাইন জাকিরের জানাজা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) রাত ৮টায় সাংবাদিক হোসাইন জাকিরের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর পর তার মরদেহ চট্টগ্রামের চন্দনাঈশে এ নিয়ে যাওয়া হবে।সাংবাদিক হোসাইন জাকির দীর্ঘদিন যাবত মরণঘাতক ব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে ক্যান্সারের কাছে হার মানেন। রাজধানীর মিরপুরে ডেল্টা মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী ও দু সন্তান রেখে গেছেন।দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে সাংবাদিকতা পেশায় কর্মরত হোসাইন জাকির ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে দেশে ও দেশের বাহিরে চিকিৎসা নিয়ে কোনো সমাধান পাচ্ছিলেন না। অবশেষে অবস্থা আরো বেশি খারাপ হলে রাজধানীর মিরপুরে ডেল্টা মেডিকেল হাসপাতালে ভর্তি হন এবং বেশ কয়েকদিন যাবত এই হাসপাতালের আইসিইউতে রাখা হয় তাকে।হোসাইন জাকিরের স্ত্রী ফরিদা ইয়াসমিন জানান, দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে সাংবাদিকতা পেশায় কর্মরত জাকির বেশ কয়েক মাস আগে অসুস্থ হন। পরে চিকিৎসকের পরামর্শে বায়োপসি রিপোর্ট করানো হলে মুখে ক্যান্সারের বিষয়টি ধরা পড়ে। তাকে রাজধানীর মিরপুরে ডেল্টা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। এক পর্যায়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়। সেখান থেকে তাকে দেশে ফিরিয়ে আনা হয় মাস দুয়েক আগে। এর পর থেকে তিনি ডেল্টা হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।হোসাইন জাকির সর্বশেষ দৈনিক ‘আজকের পত্রিকা’র প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি দৈনিক  আলোকিত বাংলাদেশের প্রধান প্রতিবেদক ছিলেন এবং যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি ছিলেন।পেশাজীবনে সাংবাদিকতায় সেরা প্রতিবেদনের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০০৪, ২০০৬, ২০০৭ ও ২০০৯ এবং ২০১১ সালে ইউনিসেফ পুরস্কার পান হোসাইন জাকির।## সাংবাদিক হোসাইন জাকির আর নেইআরএস/এমএস

Advertisement

সাংবাদিক হোসাইন জাকির আর নেইআরএস