বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষা করে তিস্তার পানি বণ্টন বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে মমতা একথা বলেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।তিনি জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গ-বাংলাদেশের সম্পর্ক গঙ্গা-যমুনার মত। আমি বাংলাদেশের স্বার্থকে সবসময় গুরুত্ব দেয়ার চেষ্টা করি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষা করে তিস্তার পানি বণ্টন বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবো।প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরো বলেন, বৈঠকটি খুবই আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ সময় মমতা বলেছেন, “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোতে আমি আবেগাপ্লুত।”প্রধানমন্ত্রীকে মমতা বলেছেন, মুজিব-ইন্দিরা সীমান্ত চুক্তিটি এবার লোকসভায় উঠবে। আগামি ২৩ ফেব্রুয়ারি থেকে লোকসভার বাজেট অধিবেশন শুরু হবে। এ অধিবেশনেই বিলটি র্যাটিফাই করার কথা রয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা একান্তে প্রায় ৩০ মিনিট বৈঠক করেন বলে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।আরএস/এমএস
Advertisement