বিপিএলের চতুর্থ আসরে বল হাতে সময়টা ভালো যাচ্ছিল না মাশরাফি বিন মর্তুজার। প্রথম দুই ম্যাচে কোনো উইকেটেরই দেখা পাননি তিনি। তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সও তো সুবিধা করতে পারেনি। দুই ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা হেরে গেছে। অবশেষে বল হাতে বিধ্বংসী রূপে আবির্ভূত হলেন মাশরাফি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার খুলনা টাইটান্সের বিপক্ষে ৩ উইকেট নিয়েছেন মাশরাফি। চার ওভার হাত ঘুরিয়ে খরচ করেছেন ২৬ রান। এদিকে টসে হেরে আগে ব্যাট করতে নামা খুলনার শুরুটা ভালোই ছিল। উদ্বোধনী জুটিতে ৪৫ রান তুলেছিল তারা। খুলনা শিবিরে প্রথম আঘাত দেন মাশরাফি। ২৩ রান করা আন্দ্রে ফ্লেচারকে ইমরুল কায়েসের তালুবন্দী করান তিনি। এরপর তিনে ব্যাট করতে নামা শুভাগত হোমকে (১৬) প্যাভিলিয়নের পথ দেখান মাশরাফি। শুভাগত ক্যাচ দিয়েছেন নাবিল সামাদের হাতে। মাশরাফির তৃতীয় শিকার হাসানুজ্জামান। ব্যক্তিগত ৩৭ রানের মাথায় কুমিল্লার উইকেটরক্ষক লিটন দাসের তালুবন্দী হন খুলনার ওপেনার।এনইউ/পিআর
Advertisement