খেলাধুলা

বিফলেই গেলো সাব্বিরের সেঞ্চুরি

একা ১২২ রান করলেন সাব্বির রহমান। তবুও তার এই লড়াই কোন কাজে আসলো না। শেষ মুহূর্তে শ্বাসরূদ্ধকর ম্যাচে জিতে ৪ রানে বরিশাল বুলসের কাছে হেরে গেলো সাব্বিরের রাজশাহী।বরিশালের করা ১৯২ রানের জবাব দিতে নেমে রাজশাহীর আইকন সাব্বির রহমান তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। শুধু তাই নয়, বিপিএলে এক ইনিংসে ব্যাক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েন তিনি; কিন্তু ১২২ রান করে সাব্বির আউট হয়ে যাওয়ার পরই সব সম্ভাবনা শেষ হয়ে যায় রাজশাহীর।মূলতঃ সাব্বির রহমানের আউট নয়, অধিনায়ক ড্যারেন স্যামির আউটই রাজশাহীকে পরাজয়ের পথে ঠেলে দেয়। তবুও শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রান। নুরুল হাসান সোহান আর আবুল হাসান রাজু ছিলেন উইকেটে। বোলার থিসারা পেরেরার কাছ থেকে দু’জন মিলে নিতে সক্ষম হলেন মাত্র ৫ রান। ফলে ৪ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় রাজশাহী কিংসকে।জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই রাকিবুল হাসানের উইকেট হারায় রাজশাহী। প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরিয়ান মুমিনুল হক আউট হয়ে যান ব্যাক্তিগত ১২ রানে। দলের রান তখন অবশ্য ৪৯। এ জায়গাতে বসিয়ে উমর আকমলের উইকেটও তুলে নেয় বরিশাল বুলস।৪৯ রানে ৩ উইকেট হারিয়ে যখন রাজশাহী ধুঁকছিল, তখনই ত্রানকর্তা হিসেবে আবির্ভূত হন সাব্বির রহমান। অপর পাশে সামিত প্যাটেল আর ড্যারেন স্যামিকে শুধুই দর্শক বানিয়েছিলেন তিনি। একা খেলে গেলেন। প্রথমে মুমিনুলের সঙ্গে ৪৮ রানের, এরপর সামিত প্যাটেলের সঙ্গে জুটি গড়েন ৬৮ রানের। শেষে স্যামির সঙ্গে গড়েন ৪২ রানের জুটি। প্রথম ৪৮ রানের মথ্যে ১১ রান ছিল মুমিনুলের। দ্বিতীয় উইকেটে ৬৮ রানের মধ্যে সামিত প্যাটেলের ছিল ১৫ রান এবং শেষ ৪২ রানের স্যামির ছিল ৭ রান। বাকি সব রান সাব্বিরের ব্যাটে।৬১ বলে ৯টি বাউন্ডারি আর ৯টি ছক্কায় ১২২ রানে আউট হন সাব্বির। ১৯ বলে ২৭ রান করেন স্যামি। শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রান। সে রান তুলতে গিয়ে ৫ রান রানই তুলতে পারলো রাজশাহী। ফলে ৪ রানে হেরে গেলো রাজশাহী। প্রথম ম্যাচের মত এই ম্যাচেও শেষ মুহূর্তে এসে হেরে গেলো ড্যারেন স্যামি-সাব্বির রহমানের দল।সংক্ষিপ্ত স্কোরবরিশাল বুলস : ১৯২, ২০ ওভার  (মুশফিক ৮১, শাহরিয়ার নাফীস ৬৩, থিসারা পেরেরা ২৪, ডেভিড মালান ১৩; ফরহাদ রেজা ২/২২, ড্যারেন স্যামি ১/৩৬)।রাজশাহী কিংস : ১৮৮/৬, ২০ ওভার (সাব্বির ১২২, ড্যারেন স্যামি ২৭, সামিত প্যাটেল ১৫; আল আমিন ৩/৩৫, আবু হায়দার ১/২৯, মনির হোসেন ১/৩০, এমরিত ১/৩৪)।ফল : বরিশাল বুলস ৪ রানে জয়ী। ম্যাচ সেরা : সাব্বির রহমান।আইএইচএস/পিআর

Advertisement