অর্থনীতি

বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড

বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুই হাজার ২০০ কোটি ডলারের নতুন মাইলফলক ছুঁয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে রিজার্ভ দুই হাজার ২০৫ কোটি ডলারে পৌঁছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।গত জুলাই মাসে রেকর্ড ১৪৮ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। পাশাপাশি বেসরকারি খাতের বিভিন্ন কম্পানি বিদেশ থেকে ৩০০ কোটি ডলারের বেশি বৈদেশিক মুদ্রা ঋণ এনেছে। এই সময়ে বৈদেশিক মুদ্রা আয়ের তুলনায় ব্যয় কম হওয়ায় রিজার্ভের এই অবস্থা হয়েছে।

Advertisement