আন্তর্জাতিক

৭০ বছরের রেকর্ড ভাঙবে সোমবারের পূর্ণিমা

সোমবার পূর্ণিমায় পৃথিবীর খুব কাছে চলে আসবে চাঁদ। এ দিন চাঁদ আর পৃথিবীর দূরত্ব যা দাঁড়াবে গত ৭০ বছরেও তা হয়নি। ১৯৪৮ সালের পর এতো বড় আর এতটা উজ্জ্বল চাঁদ আর দেখা যায়নি আকাশে।  সূর্য ও পৃথিবীর পারস্পরিক অবস্থান এবং বিচিত্র কক্ষপথে চাঁদের চলাচলের কারণে এ চাঁদ বড় দেখা যাবে। অনেকের ধারণা, এই সুপার মুন শুধু পূর্ণিমা হলেই হয়। কিন্তু এ ধারণা ঠিক নয়। পূর্ণিমার সময় চাঁদকে তার চলাচলের কক্ষপথে ঘুরতে ঘুরতে সবচেয়ে কাছে আসতে হয়। আর গাণিতিক কারণেই তা প্রতি পূর্ণিমায় সম্ভব হয় না। প্রতি বছর সম্ভব হয় না। প্রতিটি দশকেও সম্ভব হয় না। কক্ষপথে ঘুরে আসতে চাঁদের এই পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসার দূরত্বটিকে বলা হয় ‘পেরিজি’।সোমবারের এই ‘সুপার মুনটিকে’ সবচেয়ে ভালো দেখতে পারবেন উত্তর আমেরিকার মানুষ। ২০৩৪ সালের ২৫ নভেম্বর আবার একটি সুপার মুন হবে। কিন্তু তখনও চাঁদ এবারের মতো অতটা কাছে আসবে না পৃথিবীর। এনএফ/এমএস

Advertisement