খেলাধুলা

চিটাগাংকে ১২৮ রানের টার্গেট দিলো খুলনা

চিটাগাং ভাইকিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান করেছে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন খুলনা টাইটান্স। জয়ের জন্য চিটাগংকে করতে হবে ১২৮ রান। বিপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল খুলনা। দুই ওপেনার রিকি উইসেলস ও হাসানুজ্জামান মিলে ৩ ওভারে তুলেছিলেন ৩৪ রান। কিন্তু এরপরই ঘটে ছন্দপতন। চতুর্থ ওভারের প্রথম আর শেষ বলে হাসানুজামান (৮) ও শুভাগতকে (৩) ফিরিয়ে দেন মোহাম্মদ নবী। ষষ্ঠ ওভারে উইসেলসকে বোল্ড করেন আব্দুর রাজ্জাক। ১৭ বলে ৪টি চারে ২৮ রান করেন উইসেলস। নবম ওভারে তাসকিন আহমেদের বলে তামিমের দারুণ এক ক্যাচে ফিরে যান মাহমুদউল্লাহও (৬)।  পঞ্চম উইকেটে অলোক কাপালি ও নিকোলাস পুরাণ মিলে ২৫ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন। তবে কাপালিকে ফিরিয়ে ২৫ রানের এ জুটি ভাঙেন মোহাম্মদ নবী। ২৩ রান করে তাসকিনের ক্যাচে পরিণত হন কাপালি। এরপর ষষ্ঠ উইকেটে নিকোলাস পুরাণ ও আরিফুল হকের ৪৮ রানের জুটিতে লড়াইয়ের পুঁজি পায় খুলনা। চিটাগাংয়ের পক্ষে নবী নেন ৪ উইকেট। এ ছাড়া তাসকিন ২টি ও রাজ্জাক নিয়েছেন একটি উইকেট।   এমআর/এবিএস

Advertisement