অর্থনীতি

রাজনৈতিক অস্থিরতার প্রভাব পুঁজিবাজারে

রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহে কমেছে লেনদেন ও বাজার মূলধন। পতন হয়েছে সব ধরণের সূচকেরও। সপ্তাহ শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ৯ দশমিক ৬৪ শতাংশ এবং সূচক ডিএসইএক্স কমেছে ১ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সিএসইএক্স কমেছে শূন্য দশমিক ৫৬ শতাংশ। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে জানা গেছে, আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৩১৯ কোটি ৮১ লাখ ৬৪ হাজার ৭২৩ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ৪৬০ কোটি ৬০ লাখ ১৪ হাজার ৭৯৮ টাকার শেয়ার। সেই হিসেবে সপ্তাহে ব্যবধানে লেনদেন কমেছে ১৪০ কোটি ৭৮ লাখ ৫০ হাজার ৭৫ টাকা বা ৯ দশমিক ৬৫ শতাংশ। আলোচিত সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে দুই কার্যদিবস মূল্য সূচক সামান্য বেড়েছে। বাকি তিন কার্যদিবস সূচক কমেছে। সপ্তাহে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৩ পয়েন্ট বা ১ দশমিক ১০ শতাংশ। এ সময় ডিএস ৩০ সূচক কমেছে ১ দশমিক ৯০ শতাংশ বা ৩৪ দশমিক ৪৮ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ১ দশমিক ৮৯ শতাংশ বা ২১ দশমিক ৬৯ পয়েন্টে।সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৭ দশমিক ৩২ পয়েন্টে। যা আগের সপ্তাহ শেষে অবস্থান ছিল ১৭ দশমিক ৫৪ পয়েন্টে। অর্থ্যা এক সপ্তাহে পিই রেশিও কমেছে দশমিক ২২ পয়েন্ট বা ১ দশমিক ১৭ শতাংশ। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত ছিল ১৭টি কোম্পানির শেয়ারের দর। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার। ডিএসইতে বাজার মূলধন কমেছে ১ দশমিক ১৭ শতাংশ। অন্যদিকে সিএসইতে সপ্তাহে লেনদেন হয়েছে ১১১ কোটি ৭৩ লাখ ৩১ হাজার ৫৪২ টাকার শেয়ার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৩৮ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার ৩১৮ টাকার শেয়ার। অর্থ্যাৎ সপ্তাহে লেনদেন কমেছে ২৬ কোটি ৭৩ লাখ ১২ হাজার ৭৭৬ টাকা। লেনদেনের সাথে কমেছে সব ধরনের সূচক। সিএসইর সিএএসপিআই কমেছে ১ দশমিক ১৬ শতাংশ। সিএসই৩০ সূচক কমেছে শূন্য দশমিক ৫৭ শতাংশ। আর সিএসইএক্স সূচক কমেছে দশমিক ৮৯ পয়েন্ট। গেল সপ্তাহে সিএসইতে গড়ে মোট লেনদেন হয়েছে ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। এসআই/আরএস/পিআর

Advertisement