খেলাধুলা

সাকিবের ২০ রানের আক্ষেপ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেছে ঢাকা ডাইনামাইটস। এদিন আগে ব্যাটিং করে রাজশাহী কিংসকে ১৩৯ রানের লক্ষ্য দেয় তারা। তবে আরো ২০ রান করতে পারলে এ ম্যাচে জয় পেতে পারতো ঢাকা। এমনটাই জানিয়েছেন দলটির অধিনায়ক সাকিব আল হাসান।শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আসলে আমরা ব্যাটিং-বোলিং দুটাই পটেনশিয়াল অনুযায়ী করতে পারিনি। এজন্য হেরে গেছি। তবে উইকেট ততটা খারাপ ছিল না। আমরা হয়তো আরো ১৫-২০ রান বেশি করতে পারতাম এ উইকেটে। ১৬০ এ উইকেটে স্পোর্টিং টোটাল হতো।’স্বল্প পুঁজি নিয়ে লড়াই করেছে সাকিবের দল। তবে শিশিরের কারণে কিছুটা সমস্যায় পড়েছেন তারা। যদিও সাকিব এটাকে অজুহাত দেখাননি। তার মতে বোলিং ভালো করতে পারেনি তারা, ‘আমরা যেভাবে আজ বোলিং করতে চেয়েছি সেভাবে আমরা পারিনি। এটা বড় একটা ব্যাপার। অবশ্যই শিশির বড় একটা কারণ। শিশিরের কারণে টসে জিতে আগে স্বাভাবিকভাবে সবাই ফিল্ডিংই করবে। একটা বাড়তি সুবিধা তো থাকেই।’বিপিএলের শুরুতে বড় রানের দেখা পেলেও দিনে দিনে ছোট হয়ে আসছে রান সংগ্রহ। নিয়মিত খেলার কারণে এমনটা হচ্ছে। তবে এটাকে কিউরেটরের জন্য কঠিন চ্যালেঞ্জ মানছেন সাকিব, ‘অবশ্যই কিউরেটরের জন্য একটু কঠিন চ্যালেঞ্জই বটে। কারণ এখানে প্রতিদিন খেলা হচ্ছে উইকেট তৈরি করাও তাদের জন্য চ্যালেঞ্জিং।’টি-টোয়েন্টির জন্য আরো ভালো উইকেট চান সাকিব, ‘টি-টোয়েন্টি উইকেটে আপনি চাইবেন ১৮০ রান হবে, সেটা আবার টিমগুলো চেজ করবে। বিশেষ করে ১৮০ রান আরামসে টিমগুলো চেজ করে। আমাদের তো সব কিছু করা সম্ভব না। লিমিটেশন আছে।’আরটি/বিএ

Advertisement