জাতীয়

শনিবার কামারুজ্জামানের সঙ্গে পরিবারের সাক্ষাৎ

মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে শনিবার পরিবারের সদস্যরা দেখা করবেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, শনিবার আইনজীবীরা প্রথমে সাক্ষাৎ করবেন। এরপর পরিবারের পক্ষ থেকে আমাদের দেখা করার কথা রয়েছে।তবে কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি হয়। এরপর পরোয়ানার কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর তা কামারুজ্জামানকে পড়ে শোনানো হয়।তিনি বলেন, পরোয়ানা শোনার পর কামারুজ্জামান আইনজীবীদের সাথে প্রথমে দেখা করার কথা জানান। এরপরেই কামারুজ্জামানের আইনজীবীরা মৌখিকভাবে জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় সাক্ষাৎ করবেন।তবে শুক্রবার দুপুর পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ দেখা করতে আসবেন কিনা তা এখনো জানানো হয়নি বলেও জানান তিনি।তবে এ ব্যাপারে ছেলে হাসান ইকবাল বলেন, ‘প্রতিমাসে বাবার সাথে দেখা করি। গত ৩১ জানুয়ারি দেখা করেছিলাম। সে অনুযায়ী ২৮ ফেরুয়ারি সাক্ষাতের কথা রয়েছে।’উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর তিন বিচারক গত বৃহস্পতিবার কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানায় সই করলে তা নিয়ম অনুযায়ী ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।জেইউ/আরএস/পিআর

Advertisement