আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, নাশকতা ও সহিংসতা বন্ধে এন্টি টেরোরিজম (সন্ত্রাসবিরোধী) আইন প্রণয়ন করা হয়েছে। আইনটি বুক সেলফে রাখার জন্য নয়। শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।সুরঞ্জিত বলেন, গত প্রায় দু’মাস ধরে দেশে অস্বাভাবিক পরিস্থিতি চলছে। এতো বড় সমস্যা প্রশাসনিকভাবে দমন করা যাবে না। নাশকতা ও সহিংসতা বন্ধ করতে হলে এই আইনেই বিচার ও চার্জশিট দিতে হবে। কোথাও যদি পরিবর্তন করতে হয়, তা দ্বিধা-দ্বন্দ্ব ছাড়াই করতে হবে।সংগঠনের সভাপতি ড. খন্দকার এমদাদুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, কৃষক লীগের অর্থ সম্পাদক নাজির মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।এএইচ/পিআর
Advertisement