খেলাধুলা

দুপুরে মুখোমুখি কুমিল্লা-বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অথচ চতুর্থ আসরে তাদের শুরুটা সেভাবে হয়নি। হার দিয়েই এবারের পথচলা শুরু হয় মাশরাফি বিন মর্তুজার দলের। উদ্বোধনী ম্যাচে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসের কাছে ২৯ রানে হেরে যায় কুমিল্লা।অপরদিকে বিপিএলের চতুর্থ আসরে সূচনাটা ভালো হয়নি বরিশাল বুলসেরও। আসরের অন্যতম শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটসের কাছে ৮ উইকেটে পরাস্ত হয়েছিল মুশফিকের দল। ঢাকা-বরিশাল দুই দলই আজ মাঠে নামবে জয়ের খোঁজে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটে মাশরাফির কুমিল্লার মুখোমুখি হবে মুশফিকের বরিশাল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যালেন নাইন ও সনি সিক্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলোয়াড়দের তালিকা: মাশরাফি বিন মর্তুজা (আইকন), ইমরুল কায়েস, নাবিল সামাদ, জসিমউদ্দীন, সৈকত আলী, আবদুল্লাহ আল মামুন, লিটন দাস, আল আমিন জুনিয়র, নাজমুল হাসান শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ শরীফ,  আসহার জাইদি, খালিদ লতিফ, সোহেল তানভীর, ইমাদ ওয়াসিম, আহমেদ শেহজাদ, শাহজাইব হাসান , নুয়ান কুলাসেকারা, রশিদ খান, জেসন হোল্ডার, রোভম্যান পাওয়েল।বরিশাল বুলসের খেলোয়াড়রা: মুশফিকুর রহীম (আইকন), আবু হায়দার রনি, কামরুল ইসলাম, নাদিফ চৌধুরী, মেহেদী হাসান, মনির হোসেন, ফজলে রাব্বী, শাহিন হোসেন, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম, শামসুর রহমান, শাহরিয়ার নাফীস, ধীমান ঘোষ, থিসারা পেরেরা, রুম্মান রায়েস খান, রায়াদ এমরিত, জশুয়া কব, কার্লোস ব্রাফেট, দিলশান মুনাবীরা, মোহাম্মদ নওয়াজ।এনইউ/পিআর

Advertisement