জাতীয়

বিইউএফটিতে চারদিনব্যাপী ফটোগ্রাফি প্রদর্শনী

বৃহস্পতিবার থেকে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) শুরু হয়েছে চারদিনব্যাপী ফটোগ্রাফি প্রদর্শনী। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি মোজাফফর ইউ সিদ্দিকী, চেয়ারম্যান, বিইউএফটি।মূলত পুথিগত বিদ্যার বাইরে নিজেদের দর্শন, প্রতিভা মেলে ধরাই এই প্রদর্শনীর উদ্দেশ্য। ক্লাবের সদস্যরা জানান, ফটোগ্রাফি যেমন মানুষের জীবনের একটি গল্প, অঙ্কন অথবা প্রকৃতি তুলে ধরে তেমনি তা দরকার পড়ে লাইফস্টাইলে। ফ্যাশন কেন্দ্রিক ভার্সিটি হয়ে ফটোগ্রাফির মর্মকথা তাই তাদের কাছে একটু অন্য রকমই। ফ্যাশনে যেমন প্রয়োজন হয় ক্রিয়েটিভিটির তেমনি সে ফ্যাশন সফলতা পায় যখন তা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। সেই লক্ষ্যেই এই প্রদর্শনীর আয়োজন।বিশ্ববিদ্যালয়টির ফটোগ্রাফি ক্লাব থেকে সেরা ৪০ টি ছবি বাছাই করা হয়েছে এই প্রদর্শনীতে। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনীর আয়োজন করে বিইউএফটি ফটোগ্রাফি ক্লাব। সেইসঙ্গে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা। বিশ্ববিদ্যালয়টির নিজস্ব স্টুডেন্ট কমন রুমকে ভেন্যু করে শুরু হওয়া এই প্রদর্শনীটি চলবে রোববার পর্যন্ত।এইচএন/এমএস

Advertisement