নুসরাত ইমরোজ তিশা। সবার কাছে সমান জনপ্রিয় এই নাম। অসাধারণ অভিনয়দক্ষতায় অনেক আগেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন গুণী এই অভিনেত্রী। আজ ২০ ফেব্রুয়ারি। আজ তিশার জন্মদিন। শুভ জন্মদিন তিশা! জন্মদিনে মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে জাগোনিউজ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। খুব অল্প বয়স থেকেই মিডিয়ায় পরিচিত মুখ তিশা। খুব অল্প সময়ের মধ্যে তিশা সবশ্রেণির দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। বর্তমানে বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। অভিনয়ে নয়, ভালোবেসে বাস্তবে জুটি বেঁধেছেন জনপ্রিয় চিত্রপরিচালক মোস্তফা সারোয়ার ফারুকীর সঙ্গে। তিশার জন্মদিনে তিশাকে লেখা মোস্তফা সারোয়ার ফারুকীর স্ট্যাটাস ছিলো এমন-``শুভ জন্মদিন, তিশা।চিন্তা করছি, সেই দিন সাহস করে শুটিং বাড়ীতে প্রস্তাবটা না দিয়ে ফেললে আমার জীবনের রাস্তাটা যে কোন দিকে যেতো, আল্লাহই জানে। আই লাভ ইউ, কাঁচা মরিচ।(আমার ইনবক্স ভরে গেছে অভিযোগে "মিষ্টি মেয়েকে কেনো আমি কাঁচা মরিচ বললাম "? আমার কৈফিয়ৎ : কারণ আমি মিষ্টি পছন্দ করি না। কাঁচা মরিচই আমার মিষ্টি )বিঃ দ্রঃ আপনারা যারা পোস্টে বা ইনবক্সে উইশ করছেন, আমরা অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদের দোয়ায় সত্যিই আমাদের অনেক কিছু যায় আসে । এইসব দোয়া আমাদের কাছে অক্সিজেন স্বরুপ।``এইচএন/এমএস
Advertisement