দেশজুড়ে

সিরাজগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

সিরাজগঞ্জের রায়গঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আওয়ামীলীগ নেতা ও নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আসম আলী, তনু শেখ, আসমা খাতুন, তাহমিনা বেগম, আলতাব হোসেন, নজরুল ইসলাম, আসাদুল, আব্দুল মজিদ, আরজিনা বেগমকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চকনুর গ্রামে আলতাব হোসেনের সঙ্গে একই গ্রামের নায়েব আলীর বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে নায়েব আলীর লোকজন আলতাব হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির লোকজন বাধা দিলে তাদের পিটিয়ে আহত করে এবং বাড়ি ঘর ভাঙচুর করে।খবর পেয়ে আলতাব হোসেনের লোকজন ঘটনাস্থলে গেলে উভয়পক্ষ দেশীয় অস্ত্র, লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট পাটকেলের আঘাতে পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও নারীসহ অন্তত ২০ জন আহত হয়। রায়গঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর

Advertisement