জাতীয়

শহীদ মিনারে শেষ মুহূর্তের প্রস্তুতি

ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিবছরের মতো এ বছরও আলপনা, দেয়াল লিখন আর তোরণে সাজানো হচ্ছে শহীদ মিনার এবং এর আশেপাশের এলাকা।এসব সাজসজ্জার মধ্য দিয়ে একুশের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতেই প্রতিবছরের এ আয়োজন।একটু একটু করে শহীদ মিনারের লাল বেদি রঙিন হয়ে উঠছে আলপনার বর্ণিল রঙে। বেদির আলপনা আর দেয়াল লিখন শেষে দোয়েল চত্বর থেকে পলাশীর মোড় পর্যন্ত রাস্তায় আঁকা হবে আলপনা।বৈরী আবহাওয়ার কারণে এবারে সাজসজ্জার কাজ শুরু করতে কিছুটা দেরি হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষে করতে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছে চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা বলেন, যাদের বিনিময়ে আমরা আজ বাংলা ভাষা এবং লাল সূর্য পেয়েছি, পরবর্তী প্রজন্মের কাছে আমরা এটা নিয়ে যেতে চাই। যেন তারা এটাকে হৃদয়ে ধারণ করতে পারে।চারুশিল্পীরা কেউ দেখেনি গৌরবের সেই ভাষা আন্দোলন, তারপরও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের আয়োজনের অংশ হতে পেরে গর্বিত নতুন প্রজন্মেরা।একুশ মানে ভাষা শহীদদের হারানোর শোক, একই সাথে একুশ মানে মাতৃভাষাকে অর্জনের গৌরব। এই শোক আর প্রাপ্তির গৌরবকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে নিতে প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার।বিএ/এমএস

Advertisement