বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের কোনাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় চার যাত্রী দগ্ধসহ ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।দগ্ধরা হলেন টাঙ্গাইলের শখিপুর উপজেলার চান্দু মিয়ার ছেলে খলিলুর রহমান (৩২), মির্জাপুর উপজেলার জাকির হোসেনের ছেলে সজীব হোসেন (২৫), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালপুর কান্দিপাড়ার মৃত মোজাম্মেল হোসেনের ছেলে রুস্তম আলী (৪৫) ও মহির উদ্দিনের ছেলে মহসিন হোসেন। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে রংপুরগামী চলনবিল ট্রান্সপোর্ট নামে একটি বাস কোনাবাড়ীতে পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে চার জন দগ্ধ ও আরও অন্তত ১০ জন আহত হন। দগ্ধদের উদ্ধার করে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকার সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শংকর জানান, রাত ৯টার পর আহতরা ক্লিনিকে আসে। এদের মধ্যে প্রাথমিক চিকিৎসার পর ৬ জনকে ছেড়ে দেয়া হয়েছে। আর চারজন বেশি দগ্ধ হওয়ায় তাদের ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের খলিলুর রহমান মাথায় আঘাত পেয়েছে এবং চোখের নিচে কেটে গেছে। বাকি তিনজনের হাত-পা ও শরীরের কয়েকটি স্থান পুড়ে গেছে।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে হরতাল ও অবরোধ সমর্থকরা একটি মোটরসাইকেল থেকে এ হামলা চালিয়েছে।বিএ/এমএস
Advertisement