বুধবার বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে টাইগাররা। আর ওই দিনই ইউটিউবে প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৈরি করা `ওরে দুরন্ত দুর্বার` গানটি। জানা গেছে, ক্রিকেটারদের উৎসাহ দিতে ও দেশবাসীকে উদ্দীপনায় সামিল করতে এ গানটি তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার। এতে কণ্ঠ দিয়েছেন এলিটা, কোনাল, মাসুম, শার্টন, সানবীম ও বাপ্পা মুজমদার নিজে। `ওরে দুরন্ত দুর্বার, দিন আসে না তো বারবার/খেলা শুধু খেলা নয়, জান বাজির এ লড়াই/বীরের যুদ্ধ চাই, এসপার নয় ওসপার`- কথার গানটি লিখেছেন শংকর সাঁওজাল। বাপ্পার স্টুডিওতে গানটি রেকর্ড হয়েছে। সম্প্রতি এর ভিডিও নির্মাণ করেছেন শংকর সাঁওজাল। জানা গেছে, বিশ্বকাপ চলাকালে `ওরে দুরন্ত দুর্বার` গানটি দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা হবে। এইচএন/এমএস
Advertisement