বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। বৃহস্পতিবার ওয়াশিংটনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে বান কি মুন এ উদ্বেগের কথা বলেন।বান কি মুন বলেন ‘সাধারণ মানুষকে সহিংসতা থেকে রক্ষার দায়িত্ব সরকারের। শুধু তাই নয়, গণতান্ত্রিকভাবেই সব দলকে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করা উচিৎ।’এ সময় বাংলাদেশে চলমান সংকট সমাধানের উপায় খুঁজে বের করতে এবং সব দলকে নিয়ে আলোচনায় বসতে সরকারকে উদ্বুদ্ধ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। বিএ/এমএস
Advertisement