দেশজুড়ে

১১১ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে ভারত

সাগরে মাছ ধরতে যাওয়া ১১১ জন বাংলাদেশি জেলে পশ্চিমবঙ্গের কারাগারে  দীর্ঘদিন আটক থাকার পর অবশেষে মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাঁচটি মাছ ধরা ট্রলারসহ তাদেরকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ।সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন লাগোয়া বিজিবির কৈখালি ক্যাম্প এলাকায় ভারতের সন্দেশখালি থানা পুলিশ তাদেরকে নিয়ে আসে। শ্যামনগর থানা পুলিশ তাদেরকে গ্রহণ করে।বাংলাদেশ ভারতের জলসীমা নির্ধারনকারী নদী কালিন্দির মধ্যভাগে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এসময় ভারতীয় বিএসএফএর সমশেরনগর ক্যাম্প এবং বিজিবির কৈখালি রিভারাইন সদস্যরা হস্তান্তর কাজে সহায়তা করেন। জেলেদের ব্যবহৃত ট্রলার এমভি জাহানারা, এমভি আনোয়ারা, এমভি আল্লাহর দান ২, এমভি রহিমা ও এমভি ইসরাত জাহান খেয়ার মালিক কবির হোসেন, নুর ইসলাম, নুর মোহাম্মাদ, জামাল মোল্লা ও মো. বাবুল উপস্থিত ছিলেন।বিজিবির মেজর মামুন জানান, মুক্তি পাওয়া ১১১ জেলের মধ্যে কক্সবাজারের ৬১ জন, পটুয়াখালির ১৮ জন, বরগুনার ১৭ জন, বাগেরহাটের ১৩ জন এবং ভোলা ও বরিশালের একজন করে রয়েছেন। তারা সাগরে মাছ ধরতে গিয়ে  অজ্ঞতাবশতঃ ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে। এ সময় বিএসএফএর রিভার উইং তাদের গ্রেফতার করে আদালতে পাঠায়। তারা প্রত্যেকে তিন থেকে পাঁচ মাসের সাজা ভোগ করেন। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে মুক্ত করা হয়।মুক্তি পাওয়া জেলেদের গ্রহণকারী শ্যামনগর থানা পুলিশের ওসি আমিনুর রহমান বিপ্লব জানান, তাদেরকে তাদের পরিবারের  হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।এমএএস/আরআই

Advertisement