দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ট্রেন চলাচল শুরু হয়।আখাউড়া লোকো সেড ইনচার্জ মো. মহসিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জাগোনিউজকে জানান, বিকেল সোয়া ৪টায় চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে বিকল হওয়া ইঞ্জিনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আনা হয়। তবে বিলম্ব হওয়ায় চট্টলা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলে জানান মো. মহসিন ভূঁইয়া।এর আগে বিকেল সোয়া ৪টায় আশুগঞ্জের তালশহর রেলস্টেশনের কাছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়লে -চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।# ব্রাহ্মণবাড়িয়ায় চট্টলার ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল বন্ধএমএএস/আরআই
Advertisement