বরগুনার পাথরঘাটায় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাথরঘাটা জিয়া ময়দানে এক জনসভার মধ্য দিয়ে তারা যোগদান করেন।পাথরঘাটা পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জনসভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভানেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী। জনসভায় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সোহরাব, যুগ্ম সাধারণ সম্পাদক মোছাফেফর হোসেন বাবুল, চামেলী বেগম প্রমুখ।জনসভা শেষে পাথরঘাটা পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফাতিমা পারুলের নেতৃত্বে শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।এমএএস/আরআই
Advertisement